খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলায় সাতক্ষীরার শ্যামনগরের মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ২৩৮

শুভেচ্ছা বক্তব্যে পরপর দুই বার ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “বেগম খালেদা জিয়া” বলে সম্বোধন করায় সাতক্ষীরার শ্যামনগরের গুমনতলি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত হয়েছেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তার শুভেচ্ছা বক্তব্যে পরপর দুই বার ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “বেগম খালেদা জিয়া” বলে সম্বোধন করায় তোপের মুখে পড়েন শ্যামনগর উপজেলার গুমনতলি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মুহিদ। এ সময় উপস্থিত সুধি, পুলিশ ও রাজনৈতিক নেতাদের ধাওয়ার মুখে শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
সরকার ওই মাদ্রাসায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি দুর্যোগ প্রশমন ভবন তৈরি করে করে। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন।

এ উপলক্ষে শ্যামনগর গুমনতলির এই মাদ্রাসার নতুন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ওসি আনিসুর রহমান মোল্লাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা অধ্যক্ষ মওলানা আবদুল মুহিদ। তিনি বক্তব্য দিতে উঠেই ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’ পরপর দুইবার উচ্চারণ করে সম্বোধন করেন। মুহুর্তেই উপস্থিত সুধিবৃন্দের মধ্যে ঘোর প্রতিবাদ ওঠে। তারা মারমুখী হয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে জনগনের তোপের মুখে ভবন ছেড়ে পালিয়ে যান। স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT