বসন্ত বা ভালোবাসা দিবসে সাজের অনুষঙ্গে শুধু কৃত্রিমতা নয়, প্রকৃতির উপাদানই বড় একটা জায়গা দখল করে আছে।
বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্র করে গোলাপ ফুলের দাম বেড়েছে পাঁচগুণ। অন্য সময় যেখানে একটি গোলাপ বিক্রি হতো ১০ টাকায় সেখানে এই বিশেষ দিনে গোলাপের দাম হয়েছে ৫০ টাকা। এদিন প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ফুলের বিকল্প ব্যবহার খুব কমই হয়। তাইতো এ দিনকে কেন্দ্র করে দেশের বাজারে ফুলের চাহিদা বেড়েছে কয়েকগুণ।
বছরের অন্যান্য দিনগুলোতে প্লাস্টিক ফুল কিনলেও ভালোবাসা দিবসে সবাই প্রিয়জনকে দিতে চায় তাজা গোলাপ। বসন্ত উৎসবে যোগ দিতে খোপায় বাঁধে গাঁদা ফুল। তাইতো খুলনার ফুলের দোকানগুলোতে তাজা ফুলের মন মাতানো ঘ্রাণ।
বৃহস্পতিবার বিকেলে খুলনার ফুল বাজার ঘুরে দেখা যায়, খুচরা বিক্রেতারা ফুলের মালা তৈরি করছেন। তৈরি মালা ও গোলাপসহ বিভিন্ন জাতের ফুল বিক্রি করছেন। অনেকে আজকেই বাসন্তী রঙের শাড়ি পরে ফুলের দোকানে আসছেন। ফুল কিনছেন।
খুলনা ফুল মার্কেটে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেলো, বছরের একটি দিন প্রিয় মানুষটাকে ফুল দিয়ে ভালোবাসা জানানোর জন্য তারা দাম নিয়ে ভাবছেন না।
বিক্রেতারা বলছেন, বসন্ত আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের পাইকারি দাম বেড়ে গেছে। তাই তাদেরকে বেশি দামে গোলাপ বিক্রি করতে হচ্ছে।
Leave a Reply