হেরোইনসহ খুলনায় রিজিয়া বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরের নেতৃত্বে নগরীর টুটপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নারীকে আটক করা হয়।
আটক রিজিয়া বেগম খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার শাজাহান মল্লিকের স্ত্রী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুর জানান, রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে হেরোইনের কারবার করছেন- এমন সংবাদের ভিত্তিতে সোমবার তার বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় রিজিয়া বেগমকে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, গত দুই বছরের মধ্যে খুলনায় এই প্রথম হেরোইন কারবারিকে আটক করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Leave a Reply