গঠনের দেড় মাসের মাথায় পুনর্গঠন!

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৯
গঠনের দেড় মাসের মাথায় পুনর্গঠন!

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে ১৩ সদস্যের একটি তালিকা পাওয়া যায়। তাতে পাওয়া গেছে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সুরকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম ও নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের নাম।

দেড় মাসের মাথায় একই বোর্ড পুনর্গঠন করা হলো। ফের জারি হলো প্রজ্ঞাপন। যেখানে এবার ইলিয়াস কাঞ্চন, প্রিন্স মাহমুদ, অপি করিম ও অঞ্জনের বদলে মিললো অন্যদের নাম! এরমধ্যে ইলিয়াস কাঞ্চন এই বোর্ডে কাজ করতে না পারার অপারগতা আগেই জানিয়েছিলেন। বাকিদের বিষয়ে এর আগে টের পাওয়া যায়নি। জানা যায়নি, তাদের বাদ দেওয়া হলো নাকি নিজেরাই অব্যাহতি নিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় নতুন ৪ সদস্য অন্তর্ভুক্ত করার কথা। তারা হলেন অভিনেত্রী সুচরিতা, অভিনেতা নাঈম, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু এবং নির্মাতা সাঈদুর রহমান সাঈদ।

এর বাইরে পদাধিকার অনুযায়ী জুরিবোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।

জুরিবোর্ডে আরও রয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি, চিত্রগ্রাহক বরকত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন এবং সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ডের কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে এই জুরিবোর্ড। আজীবন সম্মাননাসহ ২৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT