তেলাপোকা নিধনের জন্য আমরা কত কিছুই না করি। চক, পাউডার, স্প্রে— সবকিছুই ব্যবহার করা শেষ। তবুও ঘর থেকে যন্ত্রণাদায়ক তেলাপোকা কিছুতেই দূর হচ্ছে না। আর বিরক্তিকর এই পোকার যন্ত্রণায় প্রায়শয়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। চলুন আজ জেনে নেওয়া যাক ঘরোয়া উপয়ে কিভাবে খুব সহজে চিরকালের জন্য তেলাপোকা দূর করা যায়।
তেলাপোকা যে কেবল বিরক্তিকর তা নয়, স্বাস্থ্যের জন্যও বেশ ক্ষতিকর এটি। আমাদের ঘর, রান্নাঘর সব জায়গায়, বাসনপত্রের ওপর হেঁটে বেড়ায় এরা আর ছড়িয়ে দেয় জীবাণু। আর এসব জীবাণু থেকে সৃষ্টি হয় নানা রোগের।
দুটি সহজ উপাদানের মাধ্যমে কিন্তু ঘর থেকে তেলাপোকা দূর করা যায় খুব সহজে। চলুন না, তেলাপোকা তাড়ানোর জাদুকরী উপায়টি জেনেই নেওয়া যাক-
উপাদান
বোরিক এসিড- ২০ গ্রাম
আটা- ১ টেবিল চামচ
পানি- পরিমাণমতো
করণীয়
একটি পাত্রে সমপরিমাণ বোরিক এসিড ও আটা মিশিয়ে নিন। এরপর অল্প-অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করুন। এই ডো অনেকটা রুটির ডো এর মতো হবে।
এবার এই ডো দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। ঘরের যেসব স্থানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে এই বলগুলো ছড়িয়ে দিন। ৩-৭ দিনের মধ্যে দেখুন সেখানে তেলাপোকা মরে পড়ে আছে।
মূলত বোরিকের অ্যাসিডিক উপাদানের কারণে তেলাপোকার মৃত্যু হয়। এই অ্যাসিড তেলাপোকার মুখ আটকিয়ে দেয়। আর তাই তারা কিছু খেতে বা পান করতে পারে না। এভাবে একসময় মৃত্যু হয় তেলাপোকার।
ঘর থেকে তেলাপোকা তাড়াতে কত কিছুই তো করেছেন। এবার এই উপায়টি কাজে লাগিয়েই দেখুন।
Leave a Reply