সাতক্ষীরার আশাশুনির চাঞ্চল্যকর কৃষক জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী লাল্টুকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার ভোর রাতে মাগুরা জেলার সদর থানার রাহাতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম লাল্টু (৪২) আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের মৃত ইমান আলী সরদারের পুত্র।
র্যাব জানায়, কৃষক জাকারিয়া সরদার (৫০) এর সাথে নজরুল ইসলাম লাল্টুর গ্রাম্য দলাদলী নিয়ে অনেক দিনের শত্রুতা ছিল। উক্ত শত্রুতার জের ধরে গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ জাকারিয়ার চাচাতো ভাই আব্দুস সালামকে মারার জন্য তার বাড়িতে গ্রেপ্তারকৃত আসামী লাল্টুসহ এজাহার নামীয় অন্যান্য আসামীরা একত্রে মিলে দেশী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন করে।
এসময় চাচাতো ভাইয়ের ডাকচিৎকারে জাকারিয়া বাধা দিতে গেলে প্রধান আসামী নজরুল ইসলামসহ এজাহার নামীয় অন্যান্য আসামীদের সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে আসামীরা লোহার রড ও লাঠি দিয়ে জাকারিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পিটানো শুরু করে। যার ফলে তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হয়। উক্ত আঘাতের ফলে তিনি ছটফট করতে থাকলে আসামীরা ভয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার আপন বড় ভাই ইউনুস আলী সরদার ঘটনাস্থলে গিয়ে তার ভাইকে উদ্ধার করে দ্রুত আশাশুনি উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্ততার মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এর বড় ভাই ইউনুস আলী সরদার বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে মাগুরা জেলার সদর থানার রাহাতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফয়সাল তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছ।
Leave a Reply