চার জেলার যুবদলের ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো- সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড়।
যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলালের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটিসমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলাসমূহকে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিটসমূহের আহ্বায়ক কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
Leave a Reply