দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার জনপ্রিয় মুখ মাহামুদ্দিন লস্কর (দুষ্টু)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (০১ জুলাই) ভোর ০৬টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাহামুদ্দিন লস্কর (দুষ্টু) সাতক্ষীরা পৌরসভাধীন দক্ষিণ কাটিয়া এলাকার আকবর হোসেন লস্করের ছেলে। গেল বছরের আগস্ট মাসে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে তার। বাদ যোহর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে মাহামুদ্দিন লস্কর (দুষ্টু) এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply