চুরির অভিযোগ করায় অভিযোগকারীর বাড়ি ভাংচুর করেছে অভিযুক্ত। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে যশোরের বেনাপোলে এ ঘটনা ঘটে।
জানা গেছে বেনাপোল পাটবাড়ি এলাকার মোছলেম শেখের ছেলে মিলন হোসেনের বাড়িতে গত ২৩ আগষ্ট রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় তিনি বেনাপোল থানায় অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরি করেন। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ সামাদ নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সামাদ বেনাপোল পাটবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
সামাদকে গ্রেফতার করার ঘটনায় সামাদের নামে মিথ্যা অভিযোগ এনে মিলন মামলা করেছে এমন অভিযোগ এনে সামাদের স্ত্রী ও তিন কন্যা মিলনের বাড়ির জানালা ভেঙ্গে ফেলে এবং বাড়িতে ইট ছুড়ে মারে। বিস্তারিত জানার জন্য সামাদের বাড়িতে গেলে সেখানে তাদেরকে পাওয়া যায়নি এবং ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার জাকির হোসেন বলেন, চুরির অভিযোগের সত্যতা মেলায় সামাদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাড়ি ভাংচুরের ঘটনায় সেখানে পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তবে অপরাধীরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
Leave a Reply