পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বুধবার শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।
হাইব্রিড মডেলে ১৯ দিনের এই আয়োজন হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ থেকে এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস। এছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে।
রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবর।
রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় রোহিত শর্মাদের গ্রুপ পর্বের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাকি ম্যাচ হবে পাকিস্তানের নির্ধারিত তিন ভেন্যুতে।
সবগুলো ম্যাচই ৮০টির বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি দেখতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ২০২৫
(সবগুলো ম্যাচ শুরুর সময় বিকাল ৩ টা)
১৯ ফেব্র্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৩ ফেব্র্রুয়ারি: পাকিস্তান বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
সেমিফাইনাল
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান
ফাইনাল
৯ মার্চ: ফাইনাল, লাহোর (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)
Leave a Reply