বাংলাদেশের সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার হুট করেই সংবাদ সম্মেলন ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই তিনি হাথুরুসিংহেকে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাথুরুসিংহের বদলে জাতীয় দলের নতুন কোচ ক্যারিবিয়ান ফিল সিমন্স। আর তার সঙ্গে চুক্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।
মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশ করে জানায়, লঙ্কান হেড কোচকে ছাঁটাই করতে যাচ্ছে বিসিবি। তার পর সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় পরিষ্কারভাবে তুলে ধরেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
Leave a Reply