শিরোনাম :
দেবহাটায় প্রথম ফাজিল স্নাতকের অনুমোদন পেল সখিপুর আলিম মাদ্রাসা শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল : রিজভী আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিত : ইজ্জত উল্লাহ চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামী লাল্টু গ্রেপ্তার সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল! দেবহাটায় ২১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস পালিত উজানে ভারী বৃষ্টি, দেশের প্রায় সব নদীর পানি বাড়ছে

ছাগল পালন করে স্বাবলম্বী হতে চান আবদুর রাজ্জাক

নুরুল ইসলাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৫৮
একজন সফল খামারী হতে চান আবদুর রাজ্জাক।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা গ্রামের মৃত ফজর আলী সানার ছেলে আবদুর রাজ্জাক (৪৫)। কয়েক বছর আগে বিদেশ থেকে ফিরে শখের বসে একটি ছাগল কিনে পালন শুরু করেন। অন্য কাজের চেয়ে ছাগল পালন বেশি লাভজনক হওয়ায় বাণিজ্যিক ভাবে ছাগল পালনে আগ্রহী হয়ে নিজেই একটি ছাগলের খামার গড়ে তুলেছেন। স্বাবলম্বী হতে চান ছাগল পালন করে।

খামারী আবদুর রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির পনেরটি ছাগল দেখাশুনায় ব্যস্ত সময় পার করছেন। তার কাজে সাহায্য করছেন স্ত্রী। দুজন মিলে এখন সফলভাবে ছাগলের খামার করতে চান।
খামারী আবদুর রাজ্জাক ‘সাতক্ষীরা প্রতিদিন’কে জানান, এক একটি ছাগলের পিছনে তার দৈনিক ব্যয় একশ থেকে দেড়শত টাকা। পূর্ণ বয়স্ক ছাগল বিক্রি করে তার আট থেকে দশ হাজার টাকা লাভ থাকে। ছাগল পালনের পাশাপাশি তার বসত বাড়িতে গড়ে তুলেছেন ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।

 

বাগান ঘুরে দেখা যায় মাল্টা লেবু ফলন দেওয়া শুরু করেছে। থোকা থোকা ঝুলছে কাগুজী লেুব। এছাড়াও তার বাগানে আছে বিদেশী তেতুল গাছ, খাজুর গাছ, চা গাছ প্রভৃতি।

 

আশাশুনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান জানান আমরা উক্ত কৃষকের বাগান পরিদর্শনে যাবো। তার সব ধরনের সাহায্য সহযোগিতা ও পরার্মশ প্রদান করবো।

আশাশুনি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান খামারী আবদুর রাজ্জাক রেজিঃ ভুক্ত হলেই আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণ দেব। এছাড়াও বিভিন্ন পরামর্শ দেব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT