মেহেরপুরের গাংনী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পড়ের অভিযোগে সাইদুর রহমান নামের এক যুবকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত অর্থ ৪০ হাজার টাকা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুরের করমদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অর্থদণ্ড প্রাপ্ত যুবক জেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পড় দেয় সাইদুর রহমান নামে এক যুবক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা সাইদুর রহমানকে আটক করে।
পরে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। দণ্ডবিধির ৩৫৪ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ ও এমন কাজ পরবর্তীতে না করার মুচলেকা দিয়ে মুক্তি পায় সাইদুর রহমান।
Leave a Reply