ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জনগণের রায় ছিনতাই করতে দেওয়া হবে না। হয় নির্বাচন সুষ্ঠু করতে হবে নয়তো সরকারের ক্ষমতা ছাড়তে হবে। ঢাকা-১০ আসনের জনগণের সাথে আওয়ামী লীগ সরকার কোনো প্রতারণা করলে তার জবাব দেওয়া হবে।
উপনির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে হওয়া সমঝোতা মোতাবেক মঙ্গলবার (১০ মার্চ) সংসদীয় এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ রবিউল আলমের সঙ্গে ছিলেন বিএনপির মেয়র প্রার্থী হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া প্রকৌশলী ইশরাক হোসেন। তাদের নেতৃত্বে দলের কয়েক হাজার নেতাকর্মী নির্বাচনি প্রচারণায় অংশ নেন। এতে নির্বাচনি প্রচারণা পরিণত হয় দলীয় শোডাউনে।
প্রচারণাকালে ভোটারদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, আমি আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। এবারও যদি আপনাদের রায় নিয়ে আওয়ামী লীগ প্রতারণা করে তবে তার সমুচিত জবাব দেওয়া হবে।
ধানের শীষের এ প্রার্থী আরও বলেন, নির্বাচনে অপকৌশল গ্রহণ করলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে। জনগণ জেগে উঠেছে। তার রায়কে আর ডাকাতি করা যাবে না।
Leave a Reply