ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জনগণের প্রতি আওয়ামী লীগের আস্থা নেই। ভোটারদের প্রতি আমার আস্থা রয়েছে। জনগণ দুর্নীতি ও দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। তারা এ সরকারের অবসান চান।
সোমবার (৯ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতাল এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ধানের শীষের এ প্রার্থী বলেন, মানুষ বর্তমান নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। জনগণ এখন ভোটকেন্দ্রে যেতে চান না। মানুষ এখন মনে করে— তাদের ভোট আগেই দেওয়া হয়ে যাবে। মানুষের মন থেকে এ রকম ভাবনা দূর করতে হবে। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
রবিউল আলম বলেন, আমি দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির প্রার্থী। আমাকে এলাকার মানুষ সমর্থন দিয়েছেন। তারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে যথাযথভাবে তাদের প্রতিনিধিত্ব করব।
গণসংযোগের সময় ধানমন্ডি থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছার ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply