জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

নাজমুল হোসেন
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ২৪২
জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে কেন্দ্রীয় আখড়াবাড়ী মন্দির থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, পুলিশ সুপার হায়াতুল ইসলাম, পিরোজপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার দাস বাচ্চু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT