তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং এই আসরে দলে জায়গা না পাওয়া অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক, সাদমান ইসলাম, জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়, উইকেটকিপার নুরুল হাসান সোহান, পেসার ইবাদত হোসেন এবং বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামসহ বেশ কজন জাতীয় ক্রিকেটার ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।
সেখানে দুটি ৪ দিনের এবং ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবেন তারা। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ঐ দলে আরও আছেন জহুরুল ইসলাম অমি এবং পেসার আবু জায়েদ রাহিও। এছাড়া আরও কজন প্রতিশ্রুতিশীল তরুণকেও রাখা হয়েছে ‘এ’ দলে।
আর বর্তমানে জাতীয় দলে থাকা নাজমুল হোসেন শান্ত এবং অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক হয়ে ভারত যাওয়া সাইফ হাসান নিজ নিজ দলের খেলা শেষ হবার পর ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ‘এ’ দলের সাথে যোগ দেবেন। এবং ৩০ সেপ্টেম্বর থেকে যে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে, তাতে অংশ নেবেন।
টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হকের নেতৃত্বে আগামীকাল ১৮ সেপ্টেম্বর বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবে বাংলাদেশ ‘এ’ দল। আগেই জানা ২৩ – ২৬ সেপ্টেম্বর কাটুনাকেতে হবে প্রথম ৪ দিনের খেলা। আর গলে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ ৪ দিনের ম্যাচ।
এরপর ৭ ও ৯ অক্টোবর হাম্মামটোটায় প্রথম দুটি আর ১২ অক্টোবর কলম্বোয় শেষ একদিনের ম্যাচটি হবে। সব কটা ম্যাচে বাংলাদেশ ‘এ ’ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কান ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দীন শাকিল, মেহেদি হাসান রানা, নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান ও মেহেদি হাসান মিরাজ।
Leave a Reply