শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

জাতীয় পার্টিকে সব সময়ই অবমূল্যায়ন করা হয়েছে: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ২২৪
আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে: জিএম কাদের
ফাইল ছবি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে সব সময়ই অবমূল্যায়ন করা হয়েছে। অনেক চড়াই-উৎড়াই পার করতে হয়েছে দলটিকে।

তবে জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সব সময়ই বাংলাদেশের রাজনীতিতে একটা নিয়ামক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ অধ্যায় পার করেছে উল্লেখ করে তিনি বলেন, সমালোচনা যতই হোক তার কাছেই আসতে হয়েছে। ওনার সাহায্যই নিতে হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘আমার দেখা এরশাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। বইটি লিখেছেন সাংবাদিক ও গবেষক সাঈদ তারেক।

বইটি সম্পর্কে জিএম কাদের বলেন, বইটিতে হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার রাজনৈতিক জীবন এসেছে। যার ফলে আমাদের নেতার সঙ্গে জাপার সৃষ্টি লগ্নের বিষয়সহ যাবতীয় বিষয় বইটিতে রয়েছে। জাপার ইতিহাস ও বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে যদি জানতে হয় তাহলে এরশাদ সাহেবের জীবনের সঙ্গে তার রাজনৈতিক জীবনটাও জানা প্রয়োজন।

বইটিতে হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে লেখকের মূল্যায়নের প্রশংসা করে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে নানাভাবে মূল্যায়ন করা হয়। কিন্তু এই বইয়ের শেষ অধ্যায়ে সাঈদ তারিক সাহেব যেভাবে মূল্যায়ন করেছেন তা এযাবৎকালের মধ্যে সবচেয়ে সঠিক ও সুন্দর বলে আমার কাছে মনে হয়েছে। এ সময় জিএম কাদের বইয়ের কিছু অংশ পড়ে শোনান।

বইটির লেখক সাঈদ তারেক বলেন, এই বইটি কিন্তু আমার ব্যক্তিগত স্মৃতিচারণ। অর্থাৎ আমি যতটুকু দেখেছি, যেভাবে দেখেছি, বিভিন্ন ঘটনার সঙ্গে আমার যে সম্পৃক্ততা সেই তুলে ধরেছি। এখানে অনেক ঘটনা আছে যেগুলো কেউ জানে না, অথচ এই কথাগুলো জানা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। আমি মনে করি, আমাদের রাজনীতির একটা স্বচ্ছ ইতিহাস তৈরির ক্ষেত্রে বইটি ভূমিকা রাখবে।

বইটির লেখক সাঈদ তারেকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, সাবেক সদস্য আহসান হাবীব লিংকন, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, বিশিষ্ট সাংবাদিক শামসুদ্দিন আহমেদ পেয়ারা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন প্রমুখ।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে পবিত্র কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বইটি প্রকাশ করেছে বাঙ্গালা গবেষণা। বইমেলার ৩৮১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT