জাতীয় পার্টি (জাপা) এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় দলের নাম বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর মাসের ৩০ তারিখে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান জিএম কাদের।
অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদকে নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডামকে (রওশন এরশাদ) আমরা সর্বোচ্চ আসনে রাখব। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না।
সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই জানিয়ে কাজী ফিরোজ আশা ব্যক্ত করেন, ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কী চায়।
পার্টিতে যোগদান অনুষ্ঠানে আরেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলাম এমপি বলেন, কুমিল্লার মানুষ বুঝতে পেরেছেন জাতীয় পার্টিতে জি এম কাদের সাহেবকে কত দরকার। তার নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাবে। বাইরে থেকে আপনারা যেসব কথা শুনছেন তা বিশ্বাস করবেন না। জাতীয় পার্টি এগিয়ে যাবে।
Leave a Reply