বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ মে শুরু হবে দুই দলের লড়াই। রবিবার জিম্বাবুয়ে বাংলাদেশে পা রাখার দিন বিসিবি প্রথম তিন ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই দল প্রকাশ করেছে।
১৮ মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন মুখ তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেন হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও সাইফউদ্দিন।
Leave a Reply