জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে : রহমত উল্লাহ পলাশ

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৮
জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে : রহমত উল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ বলেছেন, দলীয় কোন্দল নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে আমরা কোনো স্বজনপ্রীতি করবো না। আহবায়ক কমিটির সদস্যদের আসন ভিত্তিক ভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।

মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহীদুল আলম, কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলামসহ অন্যান্যরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পরে কেউ যদি আমাদের দল করতে চাই। তাহলে তাকে স্বাগত। কিন্তু নেতৃত্বে আসতে গেলে অবশ্যই তাকে আগে পরীক্ষা দিতে হবে। কাজ করতে হবে।

 

যারা ১৭ বছর ধরে এই দলের জন্য সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যয়ন করতে হবে। আমাদের আন্দোলনটা এক দিনের না, আমাদের আন্দোলনটা দীর্ঘ ১৭ বছর ধরে।

 

তিনি আরো বলেন, দলীয় কোন্দলটা সব বড় দলেই থাকে। যে কারনেই হোক না কেন সাতক্ষীরায়ও এটা ছিলো। এখন তৃণমূলের নেতাকর্মীরা নেতা বানাবে সুতরাং গ্রুপিংয়ের আর কোন সুযোগ থাকবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT