করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্দি, কাশি ও জ্বর নিয়ে যানবাহনে ওঠা কিংবা ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও দিক-নির্দেশনা প্রদানে রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় একটি সভা হয়েছে। এখানে ১৮টি মন্ত্রণালয়ের সচিব ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, বিস্তর আলোচনা হয়েছে।’
করোনাভাইরাসে আক্রান্ত দু’জন নতুন রোগী শনাক্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আগের যে তিনজন রোগীর ছিল, সবাই সুস্থ হয়ে চলে গেছেন। কাজেই এখন বলতে পারি না যে বাংলাদেশে করোনাভাইরাস নেই। আছে, এবং ছড়িয়ে যাতে না যায় সেদিকে আমরা বেশি সতর্কতা অবলম্বন করছি।’
জাহিদ মালেক বলেন, ‘কারও যদি শরীরে জ্বর থাকে, তারা যেন কোনো যানবাহন ব্যবহার না করেন। সর্দি, জ্বর, ও কাশি সেরে যাওয়ার পর তারা ভ্রমণ করবে এবং যানবাহন ব্যবহার করবে। এই বিষয়টি বেশি করে বলেছি। প্রত্যেক মন্ত্রণালয়কে বলেছি, তারা যাতে তাদের মতো করে এই বিষয়ে ব্যবস্থা নেয় এবং প্রচার-প্রচারণা চালায়। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পাঠাব।’
বাসে, রেলে এবং লঞ্চে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাত্রীরা যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এবং যাত্রীরা চলে যাওয়ার পরে বাস, রেল ও লঞ্চ যাতে পরিষ্কার করে। এ সব বিষয়ে রেল ও যোগাযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
Leave a Reply