মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতের তুলে নিয়েছে টাইগাররা। খুব অস্বাভাবিক কিছু না ঘটলে নিশ্চিতভাবেই বাংলাদেশ এই ম্যাচে জয় তুলে নেবে।
মুমিনুলের নবম সেঞ্চুরি ও মুশফিকের তৃতীয় ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৫৬০ তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে করে টাইগারদের লিড দাঁড়ায় ৩৩৫ রানের।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৯ রান জমা করতেই জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে ২টি। বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে জিম্বাবুয়েকে করতে হবে আরও ৩২৬ রান।
দ্বিতীয় দিন যেভাবে শেষ করেছিলেন ঠিক সেভাবেই তৃতীয় দিন শুরু করেন টাইগারদের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
২২২ রানের পার্টনারশিপ গড়ে দলীয় ৩৯৪ রানে আউট হন অধিনায়ক মুমিনুল হক। ততক্ষণে মুমিনুলের নামের পাশে লেখা হয়ে গেছে ১৩২ রান।
তবে মুশফিক থামেন নি, তিনি অপরাজিত থেকেছেন ২০৩ রান করে। ইনিংস ডিক্লেয়ারের পর দিন শেষ কয়েক ওভার ব্যাট করতে নামা জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেন স্পিনার নাইম হাসান।
Leave a Reply