সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামী ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরে বক্তব্য দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ।
তিনি বলেন, আমরা যদি বাংলাদেশকে পৃথীবীর বুকে উন্নত হিসেবে দেখতে চায় তা হলে, জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে চলতে হবে।
পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply