যশোরের ঝিকরগাছায় মাটির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৩০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মোল্লা বিক্সের সামনে।
জানাগেছে, সকাল সাড়ে ১০ টার দিকে বিকাশ কোম্পানীর কর্মচারী আব্দুর রহমান ঝিকরগাছা থেকে ছুটিপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান একটি মাছের ট্রাক ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ইটভাটার ট্রাক সজোরে ধাক্কা দিলে আব্দুর রহমান মারাত্বকভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, আব্দুর রহমান মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর গ্রামের জগোবন্ধু রায় এর ছেলে। সে বেশ কয়েকবছর পূর্বে মুসলমান ধর্ম গ্রহণ করেছিল বলে জানাগেছে।
Leave a Reply