স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামীতায় লিপ্ত করে ভিডিও ধারণ এবং প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোতাহার হোসেন (৩২) এবং মরিচপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মেজবা মিয়া (২৭)।
এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে বুধবার সকালে পর্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পরে ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘তারা দুজনে যোগসাজশে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামীতায় লিপ্ত করত এবং ভিডিও ধারণ করে নানাবিধ হুমকি দিত। তাদের ফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি।’
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই যুবকের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এ কাজে আরো একাধিক ব্যক্তির জড়িত থাকার তথ্য পেয়েছি।
আসামীদের বুধবার বিকেলে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।’
Leave a Reply