ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে নিজ গাড়ি চালকের বিরুদ্ধে মামলার নির্দেশ দিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান।
এ ঘটনায় আইন লঙ্ঘনের জন্য গাড়ির চালক পুলিশ সদস্য আব্দুল কুদ্দুছকে আড়াইহাজার টাকা জরিমানা গুণতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় মামলা দেওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি আরও জানান, ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনারপাড় থেকে কাচিঝুলি যাওয়ার পথে নতুন বাজার মোড়ের আগে পুলিশ সুপারের চালক আব্দুল কুদ্দুস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ডিভাইডারের ওপরে উঠে উল্টো পথে যাওয়ার চেষ্টা করেন।
তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপার আহমার উজ্জামানের নজরে আসে। পরে তিনি গাড়ি থামিয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সালমান খান রাজনকে ডেকে চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮৭ ধারায় মামলা নেওয়ার নির্দেশ দেন। পরে সার্জেন্ট সালমান গাড়ি চালক আব্দুল কুদ্দুসের লাইসেন্স জব্দ করেন এবং পরিবহন আইনে মামলা করেন।
পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, ‘আইন সবার জন্য সমান। আইন ভাঙলে শাস্তি পেতে হয়। ট্রাফিক আইন অমান্য করায় তাকে জরিমানা দিতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার হিসেবে মো. আহমার উজ্জামান যোগদানের পর থেকেই মাদক নির্মূল ও অপরাধ দমনে ব্লক রেইড, পেট্রোল টহল জোরদার, ব্যাচেলর মেসগুলোতে অবস্থানকারীদের তালিকা ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।
Leave a Reply