জুলাই অভ্যুত্থানে রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক এসি রাজন কুমার সাহা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজন সাহা ডিএমপির বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
গত ৫ জুলাই শেখ হাসিনার সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীতে রদবদলের মধ্যে তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র্যাব) বদলি করা হয়েছিল। সবশেষ তিনি র্যাব-৫ কর্মরত ছিলেন। সেখান থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র।
Leave a Reply