ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য তুলে ধরে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ বঙ্গাব্দ ১৪৩১ উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকালে এ উপলক্ষে প্রতিবছরের মতো রোববার সকালে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এ নববর্ষ। এ দিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হয়। নতুন বছর নতুন উদ্যমের সঙ্গে শুরু হোক, পুরনো হতাশা ভুলে গিয়ে নতুন করে শুরু হোক যাত্রা। বাংলা নতুন বছরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক স্মার্ট বাংলাদেশ।”
পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, ও আল-মামুন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
Leave a Reply