ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ২২১

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সবাই কাজ করছে। এরই মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনও শুরু হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে পৌরসভার ডেঙ্গু নিধন ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী সবাইকে নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি বলেন, সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সব সরকারি হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের বিভিন্ন নির্দেশনা দেন। পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিসি এসএম ফেরদৌস, এসপি রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা.মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT