সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নির্দেশে ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের নেতৃত্বে নওয়াপাড়া, লক্ষণপুর, মদনপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসেম আলী ফকির,সেকেন্দার আলী মোড়লসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বাড়ি বাড়ি গিয়ে যে সব জায়গায় এডিস মশা বংশ বিস্তার করতে পারে সে সব জায়গা পরিস্কার করা হয় এবং সকলকে সচেতনতামূলক দিক নির্দেশনা দেয়া হয়। ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম জানান তার ইউনিয়নে পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কমিটির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অব্যাহত থাকবে।
Leave a Reply