ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় জরুরি সভা

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ১৯৬

ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় জনপ্রতিনিধিদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক শওকাত হোসেন, ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়াম্যানগণ।

প্রধান অতিথি এ সময় ডেঙ্গু প্রতিরোধে ও জলাবদ্ধতা নিরসনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। একই সাথে তিনি জনপ্রতিনিধিদের তার এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোসহ জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT