জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
মঞ্চের আহ্বায়ক আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন।
এ সময় আ ক ম জামাল উদ্দীন জাবি উপাচার্যকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় তার কার্যালয় ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেন।
সেই সঙ্গে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনেরও পদত্যাগও চান তিনি।
Leave a Reply