মরণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। নির্মল বিনোদনের মাধ্যম খেলাধুলাও এ থেকে রক্ষা পাচ্ছে না। এর প্রভাবে ইতোমধ্যে বিভিন্ন দেশে খেলা বাতিল করা হচ্ছে। করোনার কুপ্রভাব ক্রিকেটেও পড়েছে। বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের তৃতীয় দফা পাকিস্তান সফরও।
পাকিস্তানের গণমাধ্যমের খবর, ‘এবারের সফরটি বাতিল করছে বাংলাদেশ’। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের কথায় আবারও ধোঁয়াশা তৈরি হলো এই সফর নিয়ে।
আসন্ন এই সফরে বাংলাদেশ দলের একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার কথা রয়েছে। চলতি মাসের ২৯ তারিখেই দেশ ছাড়ার কথা টাইগারদের। ১ এপ্রিল একমাত্র ওয়ানডে ম্যাচের পর ৫ এপ্রিল শুরু পাঁচদিনের টেস্ট।
ওয়াসিম খানের দাবি, সফর বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বরং দুই পক্ষের মধ্যে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা চলছে। আগামী তিনদিনের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে শুক্রবার (১৩ মার্চ) জানিয়েছেন তিনি।
গতকাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচের ফাঁকে ওয়াসিম খান বাংলাদেশের তৃতীয় দফা সফর নিয়ে বলেন, ‘আজ (শুক্রবার) আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছি। আগে তিনি তাদের বোর্ডের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ইনশাআল্লাহ আগামী তিনদিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে।
Leave a Reply