ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হলেন ওপেনার লিটন কুমার দাস। সতীর্থ তামিম ইকবালের রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করলেন তিনি।
অথচ দুইদিন আগেও এ রেকর্ডটি ছিল দেশসেরা ওপেনার তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা তামিমের ১৫৮ রানের ইনিংসকে টপকে লিটনের রান এখন ১৭৬। তামিমকে ক্রিজে রেখে তামিমের রেকর্ড ভেঙেছেন লিটন। আর রেকর্ডটি টপকে যেতে সবথেকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন তামিম নিজেই।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫৮ রান করেছিলেন তামিম। অবশ্য ঐ ম্যাচে তামিম নিজেই তার রেকর্ড ভাঙেন। কারণ বাংলাদেশের পক্ষে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিলো তামিমেরই। ২০০৯ সালে ১৫৪ রান করেছিলেন তামিম।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস গড়ার পথে ১৬টি চার ও ৮টি ছক্কায় ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। লিটনের রেকর্ড গড়ার ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিমও। ৭টি চার ও ৬টি ছক্কায় ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন তামিম।
ম্যাচসেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘১২০-১২২ রানে জন্য ব্যাটিং করছিলাম তখন তামিম ভাই বলছিল এই একটা সুযোগ আমার রানটা টপকে যা। উনি আমাকে অনুপ্রেরণা দিচ্ছিল, বলছিল এমন কিছু করে রাখ যেটা বাংলাদেশে অনেক দিন টিকে থাকবে। তবে আমি চাই এটা দ্রুতই ভাঙুক।’
Leave a Reply