সাতক্ষীরার তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ‘ভাতা’র কার্ড প্রত্যাশীদের উপস্থিতিতে উম্মুক্ত বাছাই কার্যক্রম করা হয়েছে। ৮৩ জন বয়স্ক, ৬৩জন বিধবা ও ১১৭ জন প্রতিবন্ধীদের ‘ভাতা’র কার্ড প্রদান করা হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় খলিলনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উম্মুক্ত বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু,সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল,ইউপি সচীব জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য প্রকাশ কুমার দালাল,আবু বক্কর সিদ্দীকি,শিরিনা সুলতানা,ঝরণা বেগম,মজ্ঝুয়ারা বেগম প্রমুখ।
এসময় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক,বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অচ্ছল প্রতিবন্ধীদের ভাতা কার্যক্রম উন্মুক্ত ভাবে যাচাই-বাছাই করা হয়। ৮৩ জন বয়স্ক,৬৩জন বিধবা ও ১১৭ জন প্রতিবন্ধীদের ভাতার প্রদান করা হয়।
Leave a Reply