সাতক্ষীরার তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসনের নেতৃত্বে অবৈধ নেটপাটা অপসারণ করা হয়েছে। বৃহস্পতির (২৯ আগস্ট) বিকালে খলিলনগর ইউনিয়নের মহান্দী ঘাটের খাল ও হাজরাকাটি মহান্দীর মধ্যবর্তী খালগুলোর বিভিন্ন স্থান থেকে অবৈধ নেটাপাটা অপসারণ, বিনষ্ট ও সরকারী খাল অবৈধ দখল দারের হাত থেকে মুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, ইউপি সদস্য সিদ্দিকুর রহামন স্থানীয় ভুমি কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভুমি কর্মকর্তাকে এলাকার সরকারী খালগুলো উন্মুক্ত রাখাসহ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply