সাতক্ষীরার তালা উপজেলার মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়ে ভোট চলে একটানা বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে গৌরাঙ্গ মন্ডল, বিধান মন্ডল, ফরুখ হোসেন, হাফিজুর রহমান, রুমা কান্তি সানা, ছায়ারানী নির্বাচিত হয়েছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১৬ জন। প্রার্থীদের মধ্যে গৌরাঙ্গ মন্ডল ১৪১, বিধান মন্ডল ১৩৯, ফারুখ হোসেন ১২৭, হাফিজুর রহমান ১৩৪, রুমা কান্তি সানা ৮১ ও ছায়া রানী ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। এছাড়াও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দীন, রাজীব কুমার সরকার ও কবিতা রানী সরকার।
ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার প্রভাষ কুমার দাস, নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এ সময় তালা থানার পুলিশ সহকারী উপ-পরিদর্শক জামিরুল ইসলাম, এএসআই কবির ইসলাম, ডিএসবি মনিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মনোরজ্ঞন সরকার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply