সাতক্ষীরার তালার খলিশখালী ইউনিয়নের সাবেক কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কাঠ ব্যবসায়ী আজগার আলী শেখকে (৩৯) পিটিয়ে আহত করে ৫০ হাজার টাকা কেড়ে নিয়েছে প্রতিপক্ষ সবুর মোড়ল গং। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২টার সময় খলিশখালী ইউনিয়নের মকোলন্দকাটি গ্রামে । আহত আজগার আলী শেখ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তালা উপজেলার খলিশখালী গ্রামের আবু বক্কর শেখের ছেলে আজগার আলী শেখ জানান, একই এলাকার মোমিন উদ্দীন মোড়লের ছেলে সবুর মোড়ল (৪৫) সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে মনোমালিন্য ছিল। হঠাৎ শনিবার বেলা ১২ টার সময় পথে একা পেয়ে আমার উপর হামলা চালায়। তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ মারে এবং পকেটে থাকা ৫০ হাজার টাকা কেড়ে নিয়ে যায়।
এসময় আত্মচিৎকারে এলাকাবাসী আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান,তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply