সাতক্ষীরার তালায় ৪৮তম জাতীয় (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) গ্রীষ্মকালীন আন্তঃ ফুটবল টুনামেন্ড’র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) সকালে তালা কপোতাক্ষ হাইস্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে ব্যবধানে নাংলা ফাজিল মাদ্রাসাকে পরাজিত করে,দলুয়া মাধ্যমিক বিদ্যালয় ৩-১ নগরঘাটা ম্যাধ্যমিক বিদ্যালয়কে
পরাজিত করে ও কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ৬-৪ দলুয়া মাধ্যমিক বিদ্যালয়েকে পরাজিত করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার, দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার প্রমুখ।
Leave a Reply