সাতক্ষীরার তালা উপজেলায় ছাদ থেকে পড়ে ইব্রাহীম সরদার (৩০) নামের এক গ্লাস শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গ্লাস শ্রমিক সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের মুনসুর সরদারের ছেলে।
স্থানীয় জানান, নিহত ইব্রাহীমসহ কয়েকজন শ্রমিক বৃহস্পতিবার তালার মেলা বাজারের শফিকুল ইসলামের বাসভবনের তিন তলায় গ্লাস লাগানোর কাজ করছিল। এসময় গ্লাস লাগানোর জন্য ব্যবহৃত দড়ি ছিড়ে গেলে ইব্রাহীম মাটিতে পড়ে গুরুত্ব আহত হয়। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply