তালায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার সময় খলিলনগর ইউনিয়ন পরিষদে উদ্যোগে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের নেতৃত্বে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ও খলিলনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী, ইউপি চেয়ারম্যান এসএম আজিজুর ইসলাম রাজু, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসরাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবু-বক্কর সিদ্দীকি,প্রকাশ কুমার দালাল,লিয়াকত আলী গাজী,মোজাম্মেল আলী শেখ,ঝরণা বেগমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply