সাতক্ষীরা তালায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিভুক্ত সদস্যেদের সমন্বয়ে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসিন হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার,তালা স্বাস্থ্য কমপ্লেক্য্র’র প্রধান সহকারি হাফিজুর রহমান, ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগে ন্যাশনাল সার্ভিসে কর্মসূচিভুক্তদের নিয়ে তালা স্বাস্থ্য কমপ্লেক্য্র এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply