সাতক্ষীরায় হানিফ পরিবহনের ধাক্কায় শেখ আব্দুস সাত্তার (৩৫) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শেখ আব্দুস সাত্তার কুমিরাতেই তার মামার বাড়িতে থাকতেন। তিনি তালা উপজেলার রাড়ীপাড়ার সামছুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলযোগে কুমিরা বাজার থেকে পান নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাওয়ার পথিমধ্যে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি বাস সাত্তারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেইর তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
Leave a Reply