সাতক্ষীরা তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তালা সরকারি কলেজ মাঠে খেলায় তালা সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৪-১ গোলের ব্যবধানে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টূর্নামেন্ট কমিটির আহবায়ক ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, অধ্যক্ষ বিধান সাধু, সাংবাদিক আব্দুর জব্বার এবং তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূর্য্যকান্ত পাল প্রমুখ।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর হারুণ অর রশিদ পুকার এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান ও মীর কাইউম ইসলাম ডাবু। ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
Leave a Reply