সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্টে সোহাগ বিশ্বাস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ী খুলনা জেলার পাইকগাছা উপজেলার পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামে।
স্থানীয়রা জানান, সোহাগ তার পিতা নজরুলসহ অন্যান্যদের সাথে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জনৈক হান্নান নামের এক শিক্ষককের বাড়ীতে কাজ করছিলেন। তার পিতা নজরুল একজন রাজমিস্ত্রী এবং সে একজন ইলেকট্রিশিয়ান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয় সোহাগ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার মৃতদেহ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply