সাতক্ষীরা তালা উপজেলার চন্ডিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন জাতপুর-মহান্দী সড়কে ব্যাটারি চালিত মোটরভ্যানের ধাক্কায় প্রতীম দাস তোজো (৫)নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রতীম দাস ডুমুরিয়ার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সে পার্শ্ববর্তী ডুমুরিয়ার আরশনগর গ্রামের বিকাশ দাসের একমাত্র ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বাস খলিলুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর তার মায়ের সঙ্গে বাড়িতে যাচ্ছিল প্রতীম। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারি ভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে তালা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply