ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (এজেন্ট ব্যাংক) তালা বাজার শাখার উদ্যোগে তালায় স্কুল ব্যাংকিং ক্যাম্পইন উনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় আল আমীন একাডেমীর হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক তালা শাখার ইনচার্জ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা ইসলামী ব্যাংকের অফিসার ও তালা শাখার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামীন একাডেমীর সহকারী প্রধান শিক্ষক কিন্ডার গার্ডেন এ্যাসিয়েশনের সভাপতি সাংবাদিক আলহাজ্জ্ব মোঃ নুর ইসলাম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মো. কামরুজ্জমান শেখ, মো. মিজানুর রহমান, আবদুল হাকিম, মো. তারভীর আরেফীন, মো. মোজাহিদুল ইসলাম ও ইয়াছিন ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি সভায় বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যানমুখী ব্যাংক। বিশ্ব ব্যাংকের এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের শুধুমাত্র ইসলামী ব্যাংক স্থান পায়। শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করায় স্কুল ব্যাংকিং এ মূল লক্ষ্য এবং কোন প্রকার চার্জ ছাড়াই শিক্ষার্থীদের হিসাব পরিচালনা করা হবে।
Leave a Reply