বাংলাদেশ ছাত্রলীগের তালা উপজেলা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ ফরিদ হাসান জুয়েল। মঙ্গলবার (৩০ মে) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রের একটি ছবি সংযুক্ত করে মোঃ ফরিদ হাসান জানান, কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি স্বেচ্ছায় ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
ফেসবুকে শেয়ার করা তার সে পদত্যাগপত্রের বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে মোঃ ফরিদ হাসান জুয়েল বলেন, বিগত ২০১৯ সাল থেকে আমি তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে সে কমিটি বিলুপ্ত করা হয়। ইউনিয়ন সভাপতি থাকার সুবাদে আমাকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রাখা হয়। দায়িত্বপ্রাপ্তির শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বিবিত হয়ে নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের চেষ্টা করেছি কিন্তু বিগত ২০২২ সালের জুন মাস থেকে বর্তমানে আমি এস.এস.এল কমার্স লিমিটেডের যশোর শাখায় কর্মরত থাকায় এই মুহূর্তে আমার পক্ষে এলাকায় উপস্থিত থেকে রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। এছাড়াও চলতি বছরের ১৯শে এপ্রিল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ফলে কর্মজীবনের পাশাপাশি আমার পারিবারিক ও সাংসারিক জীবনেও ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে বহুগুণ। যে কারণে ছাত্ররাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ আমার পক্ষে দুরূহ হয়ে পড়েছে। এসব বিষয় বিবেচনা করে আমি স্বেচ্ছায় সজ্ঞানে তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি পদত্যাগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply