মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জেরে ঘেরে ভাংচুর ও মালিকসহ দু’জনকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তালা ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী খলশিবুনিয়া বিলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত হয়েছে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের অতুল সাহার ছেলে ঘের মালিক অসিত সাহা (৫৭)ও কর্মচারী জগদীশ মিত্র (৫৫) ।
ঘের মালিক অসিত সাহার ছেলে সুজিত সাহা জানান, খলশিবুনিয়া বিলে প্রায় ৪০ বছর ধরে ২৪ বিঘা জমিতে ঘের করে আসঝে তারা। সম্প্রতি জেয়ালানলতা গ্রামের মান্দার আলী নিকারীর ছেলে সুবিদ আলী নিকারী গংরা দীর্ঘদিন ধরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে সুবিদ আলী নিকারী ও ডুমুরিয়া এলাকার মুক্তারসহ একদল দুর্বৃত্তর মৎস্য ঘের দখলের চেষ্টা করে।
এ সময় বাঁধা দিলে আমার পিতা অসিত সাহা ও ঘের কর্মচারী জগদীশ মিত্রকে পিটিয়ে আহত করে এবং ঘেরের বাসা ভাংচুর চালায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগি ঘের মালিক সুজিত সাহা। ডুমুরিয়া থানার ওসি কাজী আমিনুল ইসলাম বিপ্লব জানান, বিষয়টি তার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply